তৃণমূলের সন্ত্রাসের ভয় নাকি ইচ্ছাকৃত নমিনেশন দিল না বিরোধীরা, বিনা প্রতিদ্বন্দ্বিতাই সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। নির্বাচনের নামে প্রহসন বলে কটাক্ষ বিরোধীদের

Bangla circle news

তালডাংরায় ফের ‘গায়ের জোরে’ জয় তৃণমূলের! বিরোধীদের অভিযোগ, “নির্বাচনের নামে প্রহসন”।

বিধানসভা নির্বাচন এখনও অনেক দূরে, কিন্তু তার আগে যেন প্রস্তুতি ম্যাচ শুরু করে দিল শাসক দল তৃণমূল। তালডাংরার সমবায় সমিতির পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয় পেয়ে ফের উড়ল সবুজ আবির।

আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা স্পষ্ট অভিযোগ তুলেছে, এই জয় কোনও গণতান্ত্রিক জয় নয়, এটা পুলিশের সহযোগিতায় বিরোধীদের কণ্ঠরোধ করে গায়ের জোরে ছিনিয়ে নেওয়া আসন।

বৃহস্পতিবার তালডাংরায় ৯টি আসনের জন্য নির্বাচন হওয়ার কথা থাকলেও, একটিও বিরোধী মনোনয়ন জমা পড়েনি। ফলে সব আসনেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিরোধীরা দাবি করেছে, তাদের মনোনয়ন জমা দিতেই দেওয়া হয়নি। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা এবং শাসক দলের হুমকি-চাপের কারণেই কেউ মনোনয়ন জমা দিতে সাহস পাননি।

বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র কটাক্ষ করে বলেন, “জয়লাভ আবার কি জিনিস ? মনোনয়ন জমা দিতেই যদি না দেওয়া হয়, তাহলে এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। পুলিশ-প্রশাসনের সহায়তায় গায়ের জোরে সব দখল করেছে তৃণমূল।”

২০০৯ সালে তৎকালীন সিপিআইএম-কে হারিয়ে তৃণমূল প্রথমবার এই সমবায়ে ক্ষমতায় আসে। ২০১৯ পর্যন্ত চলে তাদের কার্যকাল। তারপর দীর্ঘ ৬ বছর পেরিয়ে ২০২৫-এ এসে নির্বাচন না করেই ফের সব আসনে দখল।

তৃণমূলের নেতারা যদিও এ জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বলেই ব্যাখ্যা করছেন, তবে বিরোধীদের প্রশ্ন, “উন্নয়নে যদি আস্থা থাকে, তাহলে ভোটে যেতে এত ভয় কেন ?”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *