বাঁকুড়ার কোতুলপুর নয়নজলি থেকে যুবকের দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য,

এবার বাঁকুড়ার কোতুলপুরে নয়নজুলিতে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর।

সূত্রের খবর গত কাল মধ্যরাতে আত্মীয় বাড়ি এসে নয়নজলিতে পড়ে মৃত্যু হল ২২ বছরের যুবকের এমন টাই
স্থানীয় সূত্রে খবর।
ঘটনা কোতুলপুর লাউগ্রাম অঞ্চলের সিমডাল গ্রামে।

গতকাল রাতেই আত্মীয়র বাড়ি এসে ফিরে যাচ্ছিল বাড়ি আর বাড়ি ফেরার পথে দ্রুত গতিবেগে ফিরছিলেন ,সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে মৃত্যু হয় ,এমনটাই অনুমান করছেন এলাকার মানুষ।

সকালে গ্রামের মানুষ গিয়ে দেখেন গ্রামের রাস্তার পাশে ঝোপ ঝাড়ে নয়নজলিতে পড়ে রয়েছে এক বাইক সহ এক যুবক।
খবর যাই কোতুলপুর থানায়
তৎক্ষণাৎ কোতুলপুর থানার পুলিশ এসে দেহ সহ মোটরবাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়। মৃত যুবকের বাড়ি কোতুলপুর লাউগ্রাম এলাকায়।
নাম সুভাষ মাঝি
বয়স আনুমানিক ২২ বছর ।
Leave a Reply