জন্মদিন পালন করলেই এভাবেই করা উচিত, কি এমন করলেন মেয়ের জন্মদিনে,যে হই হই রই রই বেপার করে দিলেন গোটা জয়পুরে,দেখুন বিস্তারিত।।

Bangla circle news

মেয়ে হোক বা ছেলে, জন্মদিন পালন করলে এভাবেই সকলের করা উচিত দেখুন কেমন জন্মদিনের করে বসলেন যে গোটা জয়পুরে সাড়া ফেলে দিলেন দেখুন।

জন্মদিন তো সকলে পালন করেন কার না ইচ্ছা যায় ছেলে হোক বা মেয়ে স্ত্রী হোক বা স্বামীর বা বাবা-মা দাদু ঠাকুমা যারই হোক না কেন সকলেরই ইচ্ছা যায় যে তার জন্মদিন পালন করতে, পালনও করেন। অনেকে করেন অনেকে করেন না বা ইচ্ছা থাকলে উপায় নেই, অনেকে আবার ধুমধাম করে পালন করেন বাড়িতে।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। দেখুন গাইস কেমন জন্মদিন পালন করলাম।

কিন্তু এক্ষেত্রে জয়পুরের এক দম্পতি কাজের মেয়ে ঐশির জন্মদিন পালন করলেন একেবারেই অন্যভাবে।।

মেয়ের মঙ্গল কামনায় প্রথমে গেলেন বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে চাইলেন মেয়ের মঙ্গল কামনা, সাথে চাইলেন সকলে ভালো থাকুন এই আশীর্বাদ টুকুই চাই ভগবানের কাছে, শুধু যে আশীর্বাদ চেয়ে থেমে যায়নি বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউতখণ্ড গ্রামের এই দম্পতি। মেয়ে ঐশী দত্তর জন্মদিনে গাছ লাগান প্রাণ বাঁচান বার্তা দিতে একাধিক লোককে দিলেন উপহার, নিজের হাতে লাগালেন গাছ। করলে গরীব মানুষদের সেবা সাথে নরনারায়ন সেবা।

বছর ১১ ঐশী দত্তের পিতা অনুপম দত্ত তিনি বলেন জন্মদিন তো অনেকে পালন করেন কিন্তু গরিব মানুষদের পাশে দাঁড়াইনি কেউ তাই আমার মেয়ে ১২ ই জুলাই জন্মতিথিতে গরীব মানুষদের প্রতিবছর পাশে দাঁড়ায়, শুধু যে পাশে দাঁড়ানোই নয় তাদের ক্ষুধার্ত নিবারণের জন্য নিজের হাতে আহার পরিবেশন, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালের সুপারের হাতেও তিনি পাঁচটি ফলের গাছ তুলে দেন এবং মেয়ের আশীর্বাদ চান এই নিয়ে পঞ্চমতম মেয়ের জন্মবার্ষিকী উদযাপন করলেন তিনি।

চাইলেন সকলের কাছে আশীর্বাদ, যেন এভাবেই ভবিষ্যতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে আমার মেয়ে এবং সমাজসেবার মাধ্যমে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এটাই তিনি চাইলেন সকলের কাছে আশীর্বাদ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *