পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন! চাঞ্চল্য কোমরপুরে — প্রাণ গেল তৃণমূল নেতা পীযূষ ঘোষের, অপরাধ কি ছিল ?

Bangla circle news

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন! চাঞ্চল্য কোমরপুরে — প্রাণ গেল তৃণমূল নেতা পীযূষ ঘোষের।।

বীরভূম জেলার লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষ খুন হন।
স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাই দুষ্কৃতীরা পীযূষবাবু কে। সেই সময়ই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় এবং খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক

রা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এর পিছনে রয়েছে, কী উদ্দেশ্যে এই হামলা — তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক না অন্য কোন কারণ হতে পারে।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।


এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলীয় নেতৃত্বের দাবি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।
পীযূষ ঘোষ ছিলেন কৃষক সমাজে অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারের পাশে লাভপুরের বিধায়ক। তিনি জানান বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দিচ্ছেন। ঘটনার পূণ্য তদন্ত করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *