
গঙ্গাজলঘাটির জঙ্গলে অজানা জন্তু, আতঙ্কে এলাকাবাসী।
জঙ্গলে আচমকায় দেখা মিলল অজানা জন্তু, আতঙ্কে এলাকাবাসী।
এই ছবি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ির জঙ্গলের ।

জঙ্গলে দেখা মিলল এক অজানা জন্তুর। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা প্রথম জন্তুটিকে দেখতে পান এবং তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি “bcn বাংলা”।
তবুও ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জন্তুটির প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি তবে অনেকেই মনে করছেন এটি ‘জঙ্গল ক্যাট’ হতে পারে। অনেকে আবার মনে করছেন মেছো বেড়াল অনেকে আবার বা বাঘরোল বলে দাবি করেন, তবে যাই হোক এই অচেনা জন্তুর ভিডিও দেখে আতঙ্কিত এলাকাবাসীরা। তবে খবর দেয়া হয়েছে বন দপ্তরকে।। বনদপ্তরের পক্ষ থেকে আসলে এটা কি জন্তু তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে জন্তুটি এখনও ধরা পড়েনি বলেই খবর। দেখুন সেই ভাইরাল ভিডিও।
Leave a Reply