বাঁকুড়া-জয়পুর—-
গত ১৫ বছর ধরে বেহাল রাস্তা, রাস্তায় পড়লো না এক গাড়ি মোরাম কবে সাড়াই হবে রাস্তা প্রশ্ন গ্রামবাসীদের।

হাটু সমান কাদা, রাস্তায় দাঁড়িয়ে আছে জল, সেই জলের উপর দিয়েই যাতায়াত গ্রামবাসীদের, যেতে হয় স্কুল কলেজ হসপিটাল, রাস্তায় কাদার ভয়ে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, খাটিয়াই চাপিয়ে রোগীকে নিয়ে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে, এভাবেই বছরের পর বছর যাতায়াত গ্রামবাসীদের।

এমন রাস্তা কোথায় রয়েছে জানেন জানলে চমকে যাবেন, তাহলে শুনুন কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের শিলাকন্দ ব্রাহ্মণ কোন্দা গ্রামের। দীর্ঘ 15 বছর ধরে সারায় হয়নি রাস্তা,রাস্তায় এক গাড়িও দেয়া হয়নি বোল্ডার মরাম। বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহ। তাই এভাবেই যাতায়াত করতে হয় ব্রাম্ভনকন্দা সহ প্রায় একাধিক গ্রামের বাসিন্দাদের এমনটাই জানালেন গ্রামবাসীরা। ব্রাহ্মণকন্দা গ্রামের এক খুদে পড়ুয়া তিনি জানান এই রাস্তা দিয়েই তাদেরকে স্কুল আসতে হয়। অনেকে পড়ে গিয়ে জখম হয়েছে, ভেঙেছে হাত-পা তবুও রাস্তা সাড়াই এর উদ্যোগ নেওয়া হয়নি, তাই খুদে পড়ুয়া তিনি জানান খুব দ্রুত প্রশাসন যাতে এই রাস্তা সাড়াই এর উদ্যোগ নেয় তাহলে খুব উপকৃত হবে এবং ভালোভাবে স্কুলে যেতে পারবে।

তবে বেহাল রাস্তার খবর পেয়ে ছুটে যান ব্লক প্রশাসন, সদ্য সরিয়ে ফেলা হয় উপরের কাদামাটি ,যাতে কোন মানুষ বিপদে না পড়ে। কিন্তু সেই রাস্তা কাদা সোড়ালেই কি হবে আবারো যেমন কার খারাপ রাস্তা তেমনি অবস্থা হয়ে গেছে।
তবে জয়পুর ব্লকের জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভজিৎ শিকারী, তিনি বলেন আমরা সরজামিনে গিয়েছিলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়ার তিনি আর্জি জানিয়েছেন।
কি বলছেন গ্রামবাসীরা কি জানাচ্ছেন জয়পুর ব্লকের জয়েন বিডিও চলুন সোনাব আপনাদের।
বক্তব্য ১/কোমল বরন মাঝি (গৃহ শিক্ষক)
বক্তব্য ২/আসিফ আলি খান (ক্ষুদে স্কুল পড়ুয়া)
বক্তব্য ৩/সাজেদ আলী খান (গ্রামবাসী)
বক্তব্য ৪/মইনুদ্দিন খান (গ্রামবাসী)
Leave a Reply