বড়জোড়ামাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের।

বড়জোড়ার হাটআশুড়িয়া গ্রামের ঘটনা।মৃতের নাম সাধন বাউরি(৬১)।আহত হয়েছেন তার স্ত্রী সারথী বাউরি।বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
একটানা বৃষ্টি চলছে জেলায়।বিপজ্জনক হয়ে পড়ছে অনেক মাটির বাড়িই।সেই মাটির বাড়িতে বিশ্রাম নিতে যাওয়াই কাল হলো

হাটআশুড়িয়ার সাধন বাউরির। মৃতের বৌমা কচি বাউরি বলেন এদিন চাষের কাজ সেরে এসে বিশ্রাম নেওয়ার জন্য তাদের টালির চালার মাটির ঘরে বস্তার উপর ঘুমিয়ে পড়েছিলেন শ্বশুর মশাই। ওই ঘরে তার স্ত্রী সারথী বাউরি ও বসেছিলেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রচন্ড জোর বৃষ্টি নামে।তিনি বলেন বাবা মাকে আমারা যে পাকা দেওয়ালের ঘরে ছিলাম সেখানে ডাকলাম।

ওনারা এলেন না।কিছুক্ষণ পরেই হঠাৎই জোর আওয়াজ। বাইরে এসে দেখি মাটির ঘর পড়ে গেছে।চিৎকার করে সবাইকে ডাকি।পাড়ার লোকজন ছুটে আসে।মা কে পাওয়া গেলেও বাবা কে খুঁজে পাচ্ছিলাম না।পাড়ার লোকজন এসে মাটি সরিয়ে সাধনকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়।এই ঘটনায় চোট পান সাধনের স্ত্রী সারথী ও।
বাইট :-কচি বাউরি (মৃতের বৌমা )
Leave a Reply