২১ জুলাই কর্মসূচীর সমর্থণে ও দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণের অভিযোগ তুলে বাইক মিছিল

সিমলাপাল ব্লক যুব তৃণমূলের। বৃহস্পতিবার সিমলাপালের কুসুমডুংরি পেট্রোল পাম্প থেকে বিক্রমপুরের হেত্যাগোড়া পর্যন্ত এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, জেলা যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় মণ্ডল, বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, সিমলাপাল ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমেন পাত্র সহ অন্যান্যরা।

এদিন উপস্থিত স্থানীয় তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন, বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তবে মানুষের ভয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে বিজেপির তালডাংরা মণ্ডল-৩ সভাপতি শৌভিক পাত্রের দাবি, এসব করে একুশে জুলাইয়ের আগে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল।

বাইটঃ ফাল্গুনী সিংহবাবু (বিধায়ক তালডাংরা)
বাইটঃ সৌভিক পাত্র ( বিজেপি তালডাংরা মন্ডল-৩ সভাপতি)
Leave a Reply