!! নিম্নচাপের বৃষ্টির জেরে চাষজমি ফসলসহ নদী গর্ভে চলে যাওয়ায় দুশ্চিন্তাই ধুকছে চাষিরা জমি হারিয়ে কোপাল চাপড়াচ্ছে নদীর পাড়ে।

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমি সহ ফসল নদী গর্ভে চলে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে। যেমন জয়দেব কেন্দুলী অঞ্চলের সন্তোষপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার চাষীদের কমবেশি ১৫-১৬ বিঘা জমি সহ ফসল নদীগর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙ্গন আরো দেখা দেয়। নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল কিন্তু সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারল না জমি সহ ফসলের।

এমনকি সরকারি সাবমারসিবল ও ইলেকট্রিক খুঁটি সেটাও নদীগর্ভে চলে যায় এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।গ্রামের মানুষদের একটাই দাবি সরকারের কাছে পুনঃরায় এই নদীর গার্ডওয়াল তৈরি করা হোক তাহলে হয়তো চাষযোগ্য জমিগুলি কিছুটা হলেও থাকবে। বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টির কারণে অজয় নদীর জলশ্রোত বাড়ার কারণে এমনই বিপত্তি ঘটে।বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের সন্তোষপুর গ্রামের চাষীদের চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায়।প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে আছে গোটা গ্রামের চাষিরা। কিভাবে জীবন যাপন ও খেটে খাওয়া চাষীরা জীবিকা নির্বাহ করবে তা ভেবে সমস্ত গ্রামের চাষীদের মন ও মুখ শুকনো।।
সন্তোষপুর গ্রামের এক চাষী মনিমোহন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদেরকে শোনাবো,,,,
ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।
Leave a Reply