চলন্ত ট্রেনের ধাক্কায় দলের তিন সদস্যের প্রাণ গেলেও দেহ ছেড়ে পালিয়ে যায়নি মানবিক হাতির দল। কোথায় এমন ঘটনা ঘটলো দেখুন বিস্তারিত।

Bangla circle news

চলন্ত ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনটি হাতির যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো শাবক সহ তিনটি হাতির।

মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কয়েকটি হাতির একটি দল যখন ঝাড়গ্রামের বাঁশতলায় রেল লাইন পার হচ্ছিল ঠিক সেই সময় একটি ট্রেন ওই লাইনের মধ্যে এসে পড়ে। আর যার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিনটি হাতির। 

এই ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই এলাকার মানুষ।
যদিও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে এই ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করলে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি।


তবে স্থানীয় গ্রামবাসীরা জানান দলবদ্ধ ভাবে পার হচ্ছিল ট্রেন লাইন আর রেললাইন পার হতেই সব শেষ, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো তিন হাতি, আর তিন সঙ্গীর মৃত্যুর মেনে নিতে পারেনি হাতির দল, দল হাতির চেঁচামেচির শব্দে কেঁপে ওঠে এলাকা, তখনই ছুটে আছেন এলাকায় তখন প্রায় গভীর রাত , সেই রাত যেন তাদের কাছে কালরাত্রি।
হতে পারে জঙ্গলের জংলি হাতি কিন্তু তাদেরও যে পরিবার রয়েছে তা প্রমাণ দিল এ হাতির দল। তিন সঙ্গীকে চোখের সামনে প্রাণ হারাতে দেখেও একটি বারের লেগেও ছেড়ে পালিয়ে যায়নি হাতির দল।


দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন এলাকায়। সঙ্গী সাথীদের বাঁচানোর জন্য কাতর আর্তনাদে চিৎকার শুরু করেন এলাকায়, কিন্তু যতক্ষণে হাতির বন্ধু মানুষ এল ততক্ষণে সব শেষ। চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, বনদপ্তরের কর্মীরা তাদের সঙ্গী সাথীদের ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলি তুলে নিয়ে যাচ্ছে এলাকা থেকে। তারপর ফিরে গেলেন জঙ্গলে ।আবারো প্রমাণ করে দিল এই হাতির দল জঙ্গলের বন্যপ্রাণী হতে পারে তাদেরও যে একটি পরিবার তাদেরও যে দুঃখ যন্ত্রণা হয় জলজ্যান্ত প্রমান দিয়ে গেলেন বুঝিয়ে দিয়ে গেলেন তাদেরও মন প্রাণ দুঃখ যন্ত্রণা হয়। আর সেই ঘটনার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম এলাকার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *