
নদীয়ার এক স্কুলে হঠাৎ একের পর এক ছাত্রীর শ্বাসকষ্ট, তারপরেই শুরু বমি বমি ভাব তারপরই শুরু মাথা ঘোরা এমন ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। কি এমন হলো ভেবে পারছিলেন না শিক্ষকেরা। এমন ঘটনা ঘটে গেল
নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ।

একসাথে প্রায় ৩০ জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্র মারফত জানা গেছে, শুক্রবার দুপুরে প্রথমে এক ছাত্রী শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে তাকে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই একে একে আরও বহু ছাত্রী মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অস্বস্তিতে ভুগতে থাকে। এক ঘণ্টার মধ্যেই হাসপাতালের শয্যায় ভর্তি হন প্রায় ৩০ জন।

হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, এটি ‘প্যানিক অ্যাটাক’ হতে পারে। ছাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস।

তিনি বলেন, “এত ছাত্রীর একসঙ্গে অসুস্থ হওয়া উদ্বেগজনক, বিস্তারিত তদন্ত জরুরি। আগামীকাল বিদ্যালয়ে মেডিকেল টিম পাঠানো হবে।” এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই খবর দেখুন কি বলছেন অভিভাবক থেকে স্কুল ছাত্রী ও শিক্ষকেরা চলুন শোনাবো আপনাদের।
Leave a Reply