ফের দ্বারকেশ্বর নদীর দমদমার ঘাটে এক মহিলার ভাসমান দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মালা শীট। বাড়ি বাঁকুড়া থানা এলাকায়। শনিবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

বিস্তারিত দেখাবো আপনাদের। তবে ইতিমধ্যেই দ্বারকেশ্বর নদীর জল থেকে মৃত মহিলা দেহ উদ্ধারে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ।

বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদীতে একের পর এক দুর্ঘটনা, প্রথমে তিন স্কুল ছাত্র তারপর ১ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনার রেস কাটতে না কাটতেই আজ আবারো এক মহিলার দেহ উদ্ধার, শোরগোল পড়ে গেল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর দমদমার ঘাটে বেশ কয়েকজন গ্রামবাসী স্নান করছিলেন, সেই সময় দারকেশ্বর নদীর জলে এক মহিলার ভাসমান দেহ দেখতে পান। ঠিক সেই সময় দমদমার ঘাটে নৌকা পারাপার করছিল, তড়িঘড়ি নৌকা ঘুড়িয়ে নিয়ে এসে ওই মহিলার দেহকে মাঝ নদী থেকে নদীর ধারে নিয়ে আসা হয় সাথে সাথেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়, বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুততারা সাথে ছুটে আসে এবং ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রথমে মৃত মহিলার নাম পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়।

। তবে একের পর এক বিষ্ণুপুর দারকেশ্বর নদীর জলে ডুবে একের পর এক দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এই মহিলা কিভাবে দারকেশ্বর নদীর জলে এল কিভাবেই বা ডুবে প্রাণ হারালো।
এই নিয়ে ধোঁয়াশা দান বাধে এলাকার মানুষের মনের মধ্যে।
তবে স্থানীয় গ্রামবাসীরা জানান আজ দুপুরে দিকে তারা প্রথমে নদীতে ওই মহিলার দেহটি ভাসতে দেখেন তারপরেই খবর দেয়া হয় পুলিশকে, পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায় ।
কিভাবেই মৃত্যু হল সেই নিয়ে তদন্ত শুরু করছে বিষ্ণুপুর থানার পুলিশ।
কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের।
Leave a Reply