বীরভূমের জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা গ্রামের রাস্তার বেহাল দশা।।

জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা বাসস্ট্যান্ড থেকে যাওয়ার এবং আসার রাস্তার বেহাল অবস্থা বিগত দুই বছর ধরে। শুধুমাত্র বর্ষাকাল নয় বছরের সবসময়ই বৃষ্টি হলেই রাস্তার উপরে জল জমে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়।

রাস্তার পাশে ড্রেন বা জলনিকাসের নেই কোন ব্যবস্থা। তাই বাসস্ট্যান্ড থেকে গ্রাম যাওয়ার রাস্তাটি পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এবং এই আকম্বা গ্রামে একটি জুনিয়র হাই স্কুল ও রয়েছে। যেখানে বিভিন্ন গ্রামের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়।
রাস্তায় জল জমে থাকার কারণে সমস্ত সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ঘুরপথে আসতে হচ্ছে গ্রামে অথবা বিদ্যালয়ে।এই বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি চার-পাঁচটি গ্রামের, যেমন ক্ষুদ্রপুর, ধুলপুর, সন্তোষপুর ইত্যাদি এবং আকম্বা গ্রামের মানুষজনদের সংযোগস্থল। এলাকার মানুষ জানিয়েছেন শুধু বর্ষাকাল নয় বারো মাসই এই পথ চলাচলের অযোগ্য।

স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। যথাশীঘ্র এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।।
জয়দেব কেন্দুলী থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম।।
Leave a Reply