স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার ঘটনায় প্রাক্তন সেনা কর্মীর যাবজ্জীবন সাজা ও জরিমানা বাঁকুড়া জেলা আদালতের।

Bangla circle news

নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনা কর্মীর
——–নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া——–

বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবাঁধ গ্রামের পেশায় সেনাকর্মী সমিরণ ধল্লর সঙ্গে বিয়ে হয় তালডাংরা থানার পাইকা গ্রামের নিবেদিতার। বিয়ের পর ওই দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরই মাঝে অবসর নেন সমিরণ ধল্ল। দাম্পত্য কলহের জেরে প্রাক্তন ওই সেনা কর্মী স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। ২০২১ সালের ২৬ এপ্রিল প্রাক্তন ওই সেনা কর্মী নিজের স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ।

ঘটনার দিন গুরুতর জখম স্ত্রী নিবেদিতা ধল্লকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ এপ্রিল তাঁর মৃত্যু হয়। এরই মাঝে ২০২১ সালের ২৭ এপ্রিল এই ঘটনায় নিবেদিতার স্বামী সমিরণ ধল্ল, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নিবেদিতার বাপের বাড়ির লোকজন। হাসপাতালে ওই মহিলার মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করা হয়।

ঘটনার তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর গত চার বছর ধরে ১৯ জন সাক্ষী ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল প্রাক্তন সেনা কর্মী সমিরণ ধল্লকে দোষি সাব্যস্ত করে আদালত। আজ তাঁকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডের নির্দেশ দেয় আদালত। ঘটনায় যুক্ত থাকার তথ্য প্রমাণ না মেলায় অন্যান্য অভিযুক্তদের নির্দোষ বলে ঘোষণা করে আদালত।

বাইট :- অরুণ চট্টোপাধ্যায় ( সরকারি আইনজীবী)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *