আবারো সাপের কামড়ে মৃত্যু হল বাঁকুড়ার জয়পুরে, কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

ভাঙ্গা মাটির বাড়ির ভেতর বসবাস করছিল বিষধর সাপ গুণখরেও টের পাননি বাড়ির লোক। একই বাড়িতে সাপে মানুষের বসবাস একটি বারের জন্যও জানতে পারেনি বাড়ির ভেতর বসবাস করছে ভয়ংকর বিষধর সাপ।
আর শেষমেষ পরিণতি ভয়ানক, বছর পঞ্চাশের মহিলাকে সাপের ছোবলে প্রাণ দিয়ে চুকাতে হলো মূল্য।
ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের দিগপাড় গ্রামে।

জানা যায় গতকাল রাত্রি একটার সময় বাড়িতে শুয়েছিলেন বছর পঞ্চাশের বাসন্তী দিগার স্বামী করুনা দিগার, টেবিল ফ্যানের বাতাসে শীত লাগে গায়ে ,তাই খাটিয়া থেকে নেমে শুয়ে ছিলেন বাড়ির মেঝেতে, আর মেঝেতে শুতে গিয়েই কাল হলো বাসন্তীর, হঠাৎ শুরু হয় জ্বালা যন্ত্রনা ঘুমের ঘোরে কখন যে কামড়ে বসিয়ে দিয়েছে গুণক্ষরেও টের পাননি ওই বছর পঞ্চাশের মহিলা।।

হঠাৎ জ্বালা যন্ত্রণা শুরু হতেই তড়িঘড়ি বাড়ির লোকেদের ডাকতে থাকেন, সাথে সাথে দেরি না করে ছুটে আসেন বাড়ির লোক, নিয়ে আসা হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে শুরু হয় দ্রুত চিকিৎসা,মাত্র সময়টা আধঘন্টা ডিফারেন্স তারমধ্যেই ঘটে গেল অঘটন, চিকিৎসকেরা বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারেননি বাসন্তীকে।

বিষধর সাপের ছোবলে মৃত্যু হল দিগপারের বাসন্তীর।
কি জানাচ্ছেন বাসন্তীর ভাইপো গৌরাঙ্গ দিগার চলুন শোনাবো আপনাদের।
Leave a Reply