পঞ্চায়েত অফিসে চুরি,এমনই অভিযোগ আজ সকালে হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতে। আর তাতেই শুরু শাসক বিরোধী তরজা ।
বিজেপির দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমাণ লোপাটের জন্যই চুরি করিয়েছে তৃণমূল তা না হলে চোরের এত সাহস পঞ্চায়েতে তালা ভেঙে চুরি করে নিয়ে যায় শুধুমাত্র ল্যাপটপ ও সিসিটিভি হার্ডডিস্ক।
তবে চুরির খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাঠ থানার পুলিশ। তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে পঞ্চায়েতে থাকা তিনটি ল্যাপটপ সঙ্গে সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র খোয়া গেছে বলে অনুমান। যদিও বিজেপির দাবি, এই চুরির পিছনে রহস্য রয়েছে। প্রমাণ লোপাটের জন্যই এই চুরির ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়েছে।
Leave a Reply