রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে সূর্যের আলো ফোটার অপেক্ষায় ছিল আমন চাষিরা।

শনিবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে রবিবার সকাল থেকেই চাষের জমি মুখি কৃষকরা। অনেকে আবার সূর্যের আলো ফোটার অপেক্ষায় না করে ভোর থেকেই আমন চাষে কোমর বেধে নেমে পড়েছেন। আলিপুরদুয়ার জেলায় সম্প্রতি সূর্যের চোখ রাঙানী, তিব্র গরমে জল শূন্য হয়ে পড়েছিল চাষের জমি, কপালে চিন্তার ভাজ পড়েছিল আমন চাষিদের। আমন ধানের চারা রোপন করা সম্ভব হচ্ছিল না।

শনিবার রাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিস্তির্ণ এলাকা জুরে মুশোল ধারায় বৃষ্টি হওয়ায় আপাতত মুখে হাসি ফুটেছে আমন চাষিদের। রবিবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গিয়েছে চাষের জমিতে বিছন তোলা, ধানের চারা রোপন করা এবং বৃষ্টির জল সংরক্ষণ করার কাজে নিয়োজিত হয়েছে কৃষক পরিবারগুলি। বেশির ভাগ কৃষক পরিবারগুলির প্রায় সকল সর্দস্যরা চাষের জমিতে উপস্থিত হয়েছেন। পরিবারের ছোট সর্দস্যরা চাষের জমিতে আটকে থাকা জলে অনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে এবং পরিবারের বড় সর্দস্যরা চাষের কাজে হাত লাগাচ্ছেন – দেখুন সেই চিত্র-

কৃষকরা জানিয়েছেন এদিকে জষ্টি আষাড় পার হয়ে গিয়েছে, বৃষ্টির দেখা না মেলায় সময় পেরিয়ে যাচ্ছিল আমন চাষের, শ্রাবণের শুরু তে হঠাৎ কয়েক ঘন্টার বৃষ্টি অনেকটাই কাজে লাগবে আমাদের। তাই এই সুযোগকে হাত ছাড়া করতে চাইছে না কৃষক পরিবারগুলি, জোর কদমে চলছে আমন ধান চাষের কাজ।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply