চাকরি দেয়ার ছক কষে প্রতারণা, জয়পুর থেকে ধৃত ৬।

আবারও চাকরি দেয়ার নামে ইন্টারভিউ নেয়ার অভিযোগে এক দম্পতি সহ ছয় জনকে গ্রেফতার করলো পুলিশ।
ধৃতদের মধ্যে সন্দীপ গিরি ও তার স্ত্রী অনুরাধা গিরির বাড়ি পূর্ব মেদিনীপুর হলেও দক্ষিণ 24 পরগনার সোনারপুরে থাকেন।
বাকিরা পুরুলিয়ার জয়পুর ও বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা।
রবিবার সকলকে জয়পুর থেকে গ্রেফতার করা হয়।।

দিন দিন বেড়েই চলেছে চাকরি দেয়ার নামে জালিয়াতি। গ্রেফতার ও হচ্ছে প্রতারকেরা,কিন্তু হুস ফিরছে না সাধারণ মানুষের। চাকরি দেয়ার নামে পাতা ফাঁদে পা দিচ্ছেন অনবরত,
শেষে গ্রেফতার হচ্ছে প্রতারকরা।
সোমবার পুরুলিয়ার আদালতে তোলা হয়, দুজনকে তিন দিনের জন্য পুলিশে হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান চক্রে আরো কেউ জড়িত আছে কি না তা জানতে ধৃতদের হেফাজতের নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানের সূত্রে খবর কিছুদিন আগে পুরুলিয়া থেকে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রে একটি ট্রাস্টের নামে বিজ্ঞাপন প্রকাশিত হয় তাতে বলা হয়েছিল ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার পদে শূন্যপদ রয়েছে চল্লিশটি। বেতন মাসে ১৫০০০ ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার পদে চারটি শুন্য পদের জন্য বেতন মাসে ১৭৭০০ টাকা পুরুলিয়া, বাঁকুড়া পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করেছেন। রবিবার জয়পুরের পরিচয় ভবনে ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয় তবে ইন্টারভিউ নিতে আসা লোকজনের হাবভাব দেখে সন্দেহ হয় এক চাকরি প্রার্থী।

তিনি জয়পুর থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি জানান খোঁজখবর নেয়ার পরেই পুলিশেরও সন্দেহ হয়। এক সাব-ইন্সপেক্টর কে চাকরিপ্রার্থী সাজিয়ে পরিচয় ভবনে পাঠানো হয়। তাতেই বাজিমাত। চাকরিপ্রার্থীদের ভিড়ে সাদা পোশাকের পুলিশকে চিনতে পারেননি ওই প্রতারকেরা। পরে জয়পুর থানা থেকে পুলিশের একটি দল গিয়ে ছয় জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান টাকা আত্মসাৎ এর জন্য ওই অপকর্মের ছক কষে ছিলেন প্রতারকেরা।
Leave a Reply