জেলার উন্নয়নের নিরিখে আবারও খবরের শিরোনামে উঠে এলো বাঁকুড়ার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিত।

ফিফটিন অর্থ কমিশনে ফিফটিন ফাইন্যান্সের অধীনে যত কাজ হয়েছে সেই কাজের তহবিলের টাকা ১০০% খরচ করে সম্পূর্ণ হওয়া কাজের নিরিখে বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করল জয়পুর ব্লক।

রাস্তাঘাট থেকে পানীয় জল সোলার লাইট থেকে বিদ্যুৎ, আটচালা থেকে কমিউনিটি হল, ড্রেন থেকে ব্রিজ,কালভাট থেকে স্কুল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে সেরার সেরা উপহার ছিনিয়ে আনলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি। এবার বাঁকুড়া জেলার নাম উজ্জল করলো জয়পুর ব্লক। একদিকে যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী দেবজ্যোতি পাত্র অন্যদিকে জয়েন্ট বিডিও শ্রী শুভজিৎ শিকারী ও একাধিক ব্লকের আধিকারিক , পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগন ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান দের অক্লান্ত পরিশ্রমের ফল এলো জয়পুর ব্লকে।
এলাকার মানুষ খুব খুশি।

এমনিতেই সারা বছর খবরের শিরোনামে থাকে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। গরীব অসহায় মানুষ থেকে শুরু করে, অসহায় ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী মানুষদের সব সময় পাশে দাঁড়ান, ২৪ ঘন্টা পরিষেবা দিয়ে যান কর্মীরা।

তাই জেলার 190 টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজের নিরিখের সেরার সেরা জয়পুর। হয়তো অনেক রাস্তাঘাট মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ বাকি রয়েছে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ১০০% পূর্ণ করার।

কিন্তু ২২ টি ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে অনেকটাই এগিয়ে জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি। তাই জেলার উপহার ছিনিয়ে নিল জয়পুর ব্লক। আর জেলার সেরা সেরা হতেই খুশি জয়পুর ব্লকের মানুষ।
কি জানাচ্ছেন জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব জাকির খান, চলুন শোনাই আপনাদের।

Leave a Reply