ফিল্মি কায়দায় উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না, পুলিশের জালে পুরো চক্র

বাঁকুড়া(বড়জোড়া) :- বাঁকুড়া জেলার বড়জোড়া শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না। পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বড়জোড়া থানায়।সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ। বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুঠি সাজায় পুরো চক্রকে গ্রেফতার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করার। শেষমেষ কাল ঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরোচক্র সহ চুরি হয়ে যাওয়া জিনিস কোন উদ্ধার করার।

এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ, জগদীশ দাস এবং ছোটন পাল নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ১৬০ গ্রাম সোনা এবং ৪০০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সিদ্ধার্থ দর্জি জানান, বড়জোড়া থানা এলাকার একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খোড়ু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রমপাড়া থেকে ছোটন পালকে নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তাদের তিন জনের কাছ থেকে খবর পেয়ে ওই বিপূল পরিমান সোনা ও রুপা উদ্ধার করা হয়। ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।এই পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
বাইট:-
১)সিদ্ধার্থ দর্জি(অতিরিক্ত পুলিশ,সুপার বাঁকুড়া)
Leave a Reply