বাঁকুড়ায় ভোর রাতের শিশু চুরি ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় কান্নায় ভেঙে পড়ছেন বাবা-মা। কে চুরি করল শিশুকে?

রাত্রে বাবা মায়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন এক বছর চার মাসের 1 রতি শিশু, হঠাৎ বিছানায় নেই তাদের ছেলে, ঘুম ভাঙতেই চমকে উঠলেন বাবা-মা।
একেবারে ভোর রাতে রহস্যজনকভাবে মাত্র ১ বছর ৪ মাস বয়সী এক শিশু নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে।
রাতে মা-বাবার সঙ্গে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশু নিখোঁজ। ঘটনা স্থলে সদর থানার আই সির নেতৃত্বে পুলিশ।

হইচই পড়ে গেল এলাকায়, কান্নায় ভেঙে পড়ছে বাবা-মা। কে নিয়ে গেল শিশুকে না রয়েছে গ্রামবাসীদের সাথে ঝামেলা না রয়েছে আত্মীয়তার দের খারাপ সম্পর্ক, তাহলে কি শিশু চুরি। আতঙ্কে গোটা এলাকা।

তবে একরুটি শিশু হারা পিতা তিনি জানান গতকাল রাত্রে প্রচন্ড গরম ছিল তাই দরজা খুলে শুয়েছিলেন হঠাৎ ভোররাতে ঘুম ভাঙতেই দেখেন যে তাদের বিছানায় শিশু নেই খুঁজতে থাকেন এলাকায় ডাকতে থাকেন গ্রামবাসীদের ছুটে আসেন সকলে।

আর তাতেই শিশু চুরির ঘটনায় হৈচৈ পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন বাঁকুড়া সদর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাথে সাথেই তদন্ত শুরু করে পুলিস।
Leave a Reply