মাত্র এক বছরেই ধসে পড়ল দ্বারকেশ্বর বোল্ডার পাথরের বাঁধ, ভাঙন আতংকে জয়পুরের একাধিক গ্রাম।

দ্বারকেশ্বর নদের পাড়ে ভাঙন জুড়ে আতংক একাধিক গ্রামের মানুষ। বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনী, বেলিয়া, ডাঙরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের আতংক দ্বারকেশ্বর নদের ভাঙন নিয়ে। একবছর আগে খিরাইবনী এলাকায় নদের পাড়ের বাধানোর কাজ হলেও সেই কাজের গাফিলতির জেরেই নতুন করে ভাঙন তৈরি হয়েছে দাবি এলাকার মানুষের। প্রায় ১০০ মিটার জুড়ে ধসে পড়ছে পাড়ের মাটি প্রশাসন পদক্ষেপ না নিলে নদের জলে তলিয়ে যাবে একাধিক গ্রাম দাবি এলাকাবাসীর।

নদের পাড়ে বাস চিন্তা বারো মাস। বছরের পর বছর ধরে সেই চিন্তা গ্রাস করেছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনী, গেলিয়া ডাঙরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের। তবে সেই চিন্তা থেকে মুক্ত করতে গত ১ বছর আগে সেচ দফতরের উদ্যোগে নদের পাড়ের ভাঙন রোধের কাজ শুরু হয়। কাজের শুরুতেই কাজের গুনমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকার মানুষ।

নদের পাড়ের একটা অংশ নিয়ে গ্রামের মানুষ বার বার দাবি জানিয়েছিল সঠিক ভাবে কাজ করার। এমনকি সংশ্লিষ্ট দফতরকেও জানানো হয়েছিল কিন্তু গ্রামের মানুষের কথার গুরুত্ব দেয়নি কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। কাজের গুনমান ঠিক না করার জেরে ফের খিরাইবনী গ্রাম সংলগ্ন এলাকায় দ্বারকেশ্বর নদের পাড়ে ১০০ মিটার জুড়ে পাড়ে ফাটল ও ধসতে শুরু করেছে মাটি। যেহারে বৃষ্টি বাড়ছে তাতে দ্বারকেশ্বর নদের জল বাড়লে ওই ১০০ মিটার জুড়ে নদের জল হুহু করে প্লাবিত করবে একাধিক গ্রাম। গ্রামের মানুষের দাবি ঠিকাদার সংস্থার গাফিলতি ও কাজের গুনমান ঠিক না করায় এই সমস্যা তৈরি হয়েছে।আবার নতুন করে গ্রামের মানুষকে আতংকিত করে তুলেছে। দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার দাবি তুলেছেন এলাকার মানুষ। খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জয়পুর ব্লক প্রশাসন।
ওয়াক থ্রু পিটুসি
বাইট প্রশান্ত শীট ( গ্রামবাসী)
বাইট নিমাই নন্দী ( গ্রামবাসী)
Leave a Reply