বাবার কাছে মানদ শোধ করতে প্রণাম সেবা খাটতে ঘাটতে এগিয়ে চলেছে কার্তিক, প্রাকৃতিক বিপর্যয় কি উপেক্ষা করে পাড়ি দেবে ১০০ কিলোমিটারের পথ।

Bangla circle news

প্রণাম সেবা খাটতে খাটতে ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত কে উপেক্ষা করেই এগিয়ে চলেছেন

কার্তিক ।
প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল ঢালবে বাবা তারকেশ্বরের মাথায়। দীর্ঘদিন ধরে ঋণী হয়ে থাকা বাবাকে কথা দেয়া মানদ, শোধ করবেন বাঁকুড়ার পাত্রসায়েরের কার্তিক লোহার।যাচ্ছেন বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে। শ্রাবণ মাস থেকেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার হিড়িক চলে গ্রাম বাংলার গ্রামে গ্রামে, আর সেই উপলক্ষে শুরু হয় উৎসব।

অনেকেই ভগবানের কাছে অনেক কিছু মানদ করেন,এনার কাছে মানদ টা একেবারেই অন্যরকম। সকলেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান বাসে ট্রেনে সাইকেলে পায়ে হেঁটে অনেকে আবার গাড়ি ভাড়া করে ছুটে যান বাবার মাথায় জল ঢালতে,তারপর সেই জল শেওড়াফুলির ঘাট থেকে ডুবিয়ে পায়ে হেঁটে আসেন তারকেশ্বরে বাবার কাছে। কিন্তু পাত্রসায়ের কার্তিক লোহারে জল ঢালা একেবারেই অন্যরকম। কার্তিক লোহার শ্রাবণ মাসের এক তারিখ থেকে প্রনাম সেবা খাটতে শুরু করেছেন যাবেন তারকেশ্বর, আজ ৮ তারিখ, এসে পৌঁছলেন বাঁকুড়ার জয়পুরে। ৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগল সাতদিন তাহলে তারকেশ্বর যেতে কত সময় লাগবে, ভাবতেই পারছেন নিশ্চয়ই ।

তবে এভাবেই পৌঁছবে নিজের গন্তব্যস্থলে, পূর্ণ হবে পরিবারের লোকের ভগবানের কাছে মানদ করার ইচ্ছা। বেরিয়েছেন বন্ধু-বান্ধব আত্মীয় পরিজন মিলিয়ে ৬ জন সদস্য ,পরিবারের এক সদস্য তিনি জানান মানদ শোধ করতেই এই পথ অবলম্বন করেছেন কার্তিক তাই তার সাথে আমরা সাধ দিয়েছি বলেই জানান।
সঙ্গে সাথে তেমন কিছুই নেননি ,সাথে রয়েছে শুকনো খাবার পানীয় জল এভাবেই খেয়ে পড়ে পৌঁছে যাবেন তারকেশ্বর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *