বাঁকুড়ায় বগা গ্রামের শিশু কন্যা নিখোঁজ এর ঘটনায় অবশেষে পুলিশের জালে গ্রেফতার ওই শিশুর বাবা-মা।

ভাবছেন তো এটা কি করে হল, যাদের শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হলো তারাই আবার গ্রেপ্তার হলো কিভাবে? —শুনুন তাহলে—আসল গল্প,

গত দুদিন আগে বাড়ি থেকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় চুরি হয়ে যায় শিশু কন্যা,আর সেই খবর সকাল বেলায় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ, শুরু করে তদন্ত।
নিখোঁজ শিশুকন্যার খোঁজে এলাকার ঝোপ জঙ্গলে শুরু করে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ।

গত দুদিন ধরে নাওয়া খাওয়া ভুলে বিভিন্ন এলাকার ঝোপ ঝাড়ে খুঁজলেও শিশুকন্যার খোঁজ করতে পারেনি, ব্যর্থ হয়ে যায় পুলিশ। তবে চেষ্টা ছাড়েনি বাঁকুড়া সদর থানা। শেষে পুলিশের সন্দেহ হওয়ায় বাবা-মাকে জেরা করে বাঁকুড়া সদর থানার পুলিশ। আর সেই জেরা থেকে সন্ধান পান এক বছর চার মাসের শিশু কন্যার খোঁজ, অবশেষে আজ সন্ধ্যায়
তল্লাশিতে নেমে বাড়ির অদূরে থাকা সরঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ।
গত বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে মা বাবার সঙ্গে শুয়ে থাকা দেড় বছরের এক শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এমনই গল্প ফেঁদে ছিলেন ওই শিশুর বাবা-মা। শেষে পুলিশি জেরাই উঠে আসে আসল সত্য,ফাঁস হয় পাতানো গল্প।

শেষে শরঝোপ থেকে উদ্ধার হল নিখোঁজ শিশুর হার গোর, তবে এই হাড়গোড় গুলি ওই শিশুরই কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হাড়গোড় গুলি ফরেনসিকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

তবে এই ঘটনায় গ্রেফতার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া শিশু কন্যার বাবা মা। তাহলে ভাবতেই পারছেন মানুষের চিন্তা ভাবনা বোধ বিবেক আজ কোন জায়গায় দাঁড়িয়েছে ভাবুন একবার।
Leave a Reply