সমবায় নির্বাচনে তৃণমূলের জয়। আবীর খেলে জয়ের উতসবে মাতল তৃণমূলের নেতা কর্মীরা।

একের পর এক সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক সমবায় নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব। জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায়, জয়পুর সমবায়ের পর এবার কুচিয়াকোল কৃষি সমবায়ে জয় তৃণমূলের। কুচিয়াকোল কৃষি সমবায় নির্বাচন ছিল ৩৭ আসনের লড়াই।

মঙ্গলবার ছিল মনোনয়ন জমা করার শেষ দিন। এদিন এই নির্বাচনে ৩৭ আসনে তৃণমূলের প্রতিনিধি ছাড়া বিরোধী দলের কোন প্রতিনিধি মনোনয়ন জমা করেনি। স্বাভবিক ভাবেই ৩৭ আসনের লড়াইয়ে বিনাযুদ্ধে জয় ছিনিয়ে নিল তৃণমূল নেতৃত্ব। এদিন সমবায়ের সামনে আবীর মেখে উতসবের আমেজে মেতে উঠলেন তৃণমূলের প্রতিনিধি ও নেতৃত্ব।

তৃণমূল ব্লক সভাপতির দাবি, মানুষ উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কৃষকরা আজ অনেক বেশী সুবিধা পাচ্ছেন তাই মানুষ এলাকার কৃষকরা তৃণমূলকেই চাইছেন তাই এই জয়।
বাইট কৌশিক বটব্যাল ( তৃণমূল জয়পুর ব্লক সভাপতি)
Leave a Reply