বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের বক্ষ বিভাগের পড়ুয়াদের থ্রেড কালচারের অভিযোগে বিভাগীয় প্রধানকে সাত দিনের ছুটিতে পাঠালেন কলেজ কর্তৃপক্ষ,কিন্তু খুশি নয় পড়ুয়ারা .অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ।

Bangla circle news

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের বক্ষ বিভাগের পড়ুয়াদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ বিভাগীয় প্রধান অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে।

একদিকে রোগী পরিসেবার ক্ষেত্রে বিভাগীয় প্রধানের কর্তব্যে গাফিলাতি অন্যদিকে চিকিৎসক পড়ুয়াদের ক্রমাগত হুমকির প্রতিবাদে সম্প্রতি স্বাস্থ্য ভবনকে লিখিত ভাবে অভিযোগ জানান পড়ুয়ারা। অভিযোগ তাতেই আরো খাপ্পা হয়ে ওঠেন বিভাগীয় প্রধান। পড়ুয়াদের উদ্যেশ্যে হুমকির মাত্রা বৃদ্ধি পায়। এরপর হাসপাতালের রোগী পরিসেবা স্বাভাবিক করা এবং পঠন পাঠনের পরিবেশ অক্ষত রাখার দাবিতে গত শনিবার বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা।

সেই সময় কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়ে নেয়। এর মধ্যে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে ৭ দিনের ছুটিতে পাঠায় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কলেজের সেই পদক্ষেপে খুশি নয় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি আগামী ৭ দিনের মধ্যে ওই বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে সেক্ষেত্রে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা।

কলেজ কর্তৃপক্ষের দাবি বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে তৈরী হওয়া তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন পরবর্তী সিদ্ধান্তের কথা জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

বাইট :- জাকির হোসেন ( চিকিৎসক পড়ুয়া)

বাইট :- পঞ্চানন কুন্ডু ( অধ্যক্ষ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *