আইসিডিএস এর রান্না করার চাল ও ডালে কিলবিল করছে পোকা। আর তাতেই ক্ষিপ্ত অভিভাবকেরা, কোথায় এমন ঘটলো দেখুন বিস্তারিত।

Bangla circle news

অঙ্গন ওয়াড়ী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীর।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ এলাকা বাসীর। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুরের কুলুপুকুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে৷ বুধবার সকালে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে রান্না বন্ধ হয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বুধবার সকালে এলাকার মানুষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায়। এলাকার মানুষের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের নাম একেবারেই নিম্ন।

পোকায় ভরা চাল আর ডাল দিয়ে রান্না হয় শিশু ও গর্ভবতী মায়েদের। শুধু তাই নয় আধসেদ্ধ খাবার দেওয়া হয় এই কেন্দ্রের উপভোক্তাদের। জানা গেছে কুলুপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৫২ জন শিশু ও ১৪ জন গর্ভবতী মহিলা উপভোক্তা রয়েছে। দিনের পর দিন এই কেন্দ্রের খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠে। বুধবার এলাকার মানুষ নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *