দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জেরে গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স তাই বাধ্য হয়ে বাঁশের ঝোলা বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে।

মাত্র ৩ কিলোমিটার রাস্তা, সেই রাস্তাই দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম সমস্যায় ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম সহ ধানসাতড়া,ইলামবাজার,মল্লিকডিহি, নয়দা,জনড়া গ্রামের মানুষ।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গ্রামে অ্যাম্বুল্যান্স কিম্বা ছোটো গাড়ি ঢুকতে চায়না। ফলে সেই সময় গ্রামের মানুষের ডুলিই ভরসা। খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলার পর অপেক্ষমান ছোটো গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছাতে হয়।

গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ইন্দপুরের নয়াদা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। যা পরিস্থিতি তাতে এই রাস্তা দিয়ে যানচলাচল তো দূরঅস্ত হেঁটেই যাতায়াত করা যায়।
শুধু বেলডাঙ্গা নয়, এই রাস্তার উপর নির্ভরশীল ইলামবাজার, মল্লিকডিহি, ধানসাতড়া, জনড়া সহ একাধিক গ্রামের মানুষ। ফলে সকলকেই দূর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার প্রশাসনকে সমস্যা সমাধানের আবেদনের পরেও কোন কাজ হ্ইনি বলে অভিযোগ।
Leave a Reply