বাঁকুড়া:-ranjit kundu
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা, বাঁকুড়ায় গ্রেফতার যুবক

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম্র নূর ইসলাম মল্লিক। ধৃত যুবককে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

স্থানীয়ভাবে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাড়ার অদূরে থাকা বাজারে চকোলেট, বিস্কুট কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে আচমকাই ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। অভিযোগ নাবালিকাকে অন্ধকার একটি গলিতে টেনে নিয়ে গিয়ে হাতে করে মুখ চাপা দিয়ে ওই ক্ষুদে পড়ুয়ার শ্লীলতাহানি করে যুবক। কোনোক্রমে অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে সেদিন বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া।

পরিবারের দাবি বাড়িতে ফিরেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া। পরে জ্ঞান ফিরে এলে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। পরিবারের দাবি বুধবার ফের ওই যুবককে নিগৃহীতার স্কুলের সামনে ঘোরাফেরা করতে দেখে তাকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আটক করে তালডাংরা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বাইট:-
1) নির্যাতিতা শিশুর মা
মানস রায়-8101237103
Leave a Reply