একদিকে চলছে টানা বৃষ্টি অন্যদিকে ভারী যান চলাচল,যার জেরে খানাখন্দে ভর্তি দু’নম্বর রাজ্য সড়ক। পাতা রয়েছে মৃত্যুফাঁদ একটু অসতর্ক ভাবে পা দিলেই বিপদ।

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহী থেকে পথ চলতি মানুষ, বাইক থেকে পড়ে ভেঙেছে হাত পা অনেকে হয়েছিল হসপিটাল দাখিল।
এমনই ভয়ংকর অবস্থা দু’নম্বর রাজ্য সড়ক হল্লা বাই রোডের, বিশেষ করে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থেকে কুম্বল এলাকার রাস্তা একেবারেই শোচনীয়।

রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে জল আর সেই জলে তৈরি হয়েছে বড় বড় গর্ত না জেনে সেই গর্তে পড়লেই বিপদ। এভাবেই অনেকের দুর্ঘটনায় ভেঙেছে হাত পা, দু’নম্বর রাজ্য সড়কের হাড় কঙ্কাল চেহারা, ভারী যান চলাচলের জেরে তৈরি হয়েছে বড় বড় গর্ত, দূর থেকে দেখলে বোঝা যাবে না রাস্তায় গর্ত রয়েছে। আর যার জেরে একের পর এক ঘটছে দুর্ঘটনা, কবে সাড়াই হবে রাস্তা? এই নিয়ে প্রশ্ন তুলল এলাকার মানুষ। দু’নম্বর রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তা প্রতিদিন হাজার হাজার গাড়ির যাতায়াত সেই রাস্তার হাল বেহাল।

মাঝেমধ্যে গর্ত বোঝাতে দেওয়া হয় বালি ও ইট। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আবারো একই অবস্থা। তাই এলাকার মানুষের প্রশ্ন দ্রুত রাস্তা সাড়াই হোক, দুর্ঘটনার হাত থেকে রেহাই দেয়া হোক এলাকার মানুষকে।
কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন সোনাব আপনাদের।
Leave a Reply