আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কয়েক বছরের সমস্যা কয়েক ঘন্টায় সমাধান গ্রামে। কোন গ্রামে কি সমস্যা ছিল কিভাবে সমাধান হল দেখুন তাহলে বিস্তারিত।

Bangla circle news

আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, আর সেই কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলিয়া গ্রামে।


রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনার পরেই শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় ১১০০ ক্যাম্প শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসুচী।
বাঁকুড়ার জয়পুরে বেলিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ছবি।। সেখানে গ্রামের সকল গ্রামবাসীদের কে নিয়ে সমাধানের পথ খুঁজতে আলোচনায় বসেছেন প্রশাসন ও গ্রামবাসীরা।

কোন গ্রামের কি সমস্যা রয়েছে, বিশেষ করে কি কাজ হলে ভালো হবে গ্রামবাসীদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা উঠে আসছে সেখানে।
বহু বছরের সমস্যার সমাধান হবে কয়েক ঘন্টায়,এবার আশাবাদী গ্রামবাসীরা।


আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শুভ উদ্বোধন করলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার, জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জয়েন বিডিও শুভজিৎ শিকারি, জয়পুর থানার ওসি কৌশিক হাজরা, জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল, জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি।

বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ খাঁ, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ জাকির খান ও জেলা পরিষদের সদস্য মাম্পি দে ও জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি সহ রাজ্য সহ-সভাপতি শুভাশিস বটব্যাল সহ একাধিক কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার চলুন শোনাবো আপনাদের।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *