মাটি মোরামের রাস্তায় PDS এর চালের গাড়িআটকে বিক্ষোভ তৃণমূলের একাংশ সহ গ্রামবাসীদের কোথায় এমন ঘটল দেখুন।

Bangla circle news

মাটি মোরামের রাস্তায় PDS এর চালের গাড়িআটকে বিক্ষোভ গ্রামবাসীদের।

তৃণমূল সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বিষ্ণুপুর সেই খবর শুনেই রাতারাতি পড়েছিল দু চার গাড়ির মোড়াম তাও আবার আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে।
তারপর থেকে রাস্তায় হয়নি সংস্কারের কাজ, পড়েনি দু চার গাড়ি বোল্ডার মোরাম আর যার জেরে রাস্তার অবস্থা বেহাল। বারবার প্রধান উপপ্রধান সহ ব্লকে বললেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে গ্রামবাসীদের পড়তে হয়েছে হুমকির মুখে, এমনটাই জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাই এবার মুখের কথায় কাজ না হওয়ায় রাস্তায় PDS এর চালের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার বিষ্ণুপুর মরার এলাকায়।।

তবে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অবশেষে গাড্ডায় পড়ে গ্রামবাসীদের দিলেন কথা দু মাসের মধ্যে সারিয়ে দেয়া হবে রাস্তা এমনটাই কথা দিলেন মরার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার খান।

তবে গ্রামবাসীরা জানান প্রতিদিন প্রতিনিয়ত ভারি চালের গাড়ি রায়স মিল থেকে বিষ্ণুপুর কিষান মান্ডিতে নিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তায় যাতায়াত করা অপার হয়ে পড়ছে, সমস্যায় পড়ছেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গ্রামবাসীরা। তারা জানান দ্রুত রাস্তা সাড়াই না করলে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

তবে PDS এর চালের গাড়ি আটকে দিতেই সমস্যায় পড়েছিলেন গাড়ির চালকরা তারা জানান এই রাস্তার উপর দিয়েই তাদের চালের গাড়ি বিষ্ণুপুর কৃষাণ মান্ডিতে নিয়ে যেতে হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু কিছু করার নেই। রেশনের চাল নিয়ে তো যেতেই হবে। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন থেকে গাড়ির ড্রাইভার ও স্থানীয় উপপ্রধান চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *