প্রেম করে বিয়ে, মেনে নিতে পারেনি বাড়ির লোক তাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় হৈচৈ পড়ে গেল বাঁকুড়ার জয়পুরে।

কি হয়েছিল ঘটনা জানেন, শুনলে চমকে যাবেন আপনিও। শুনুন তাহলে,
দীর্ঘদিন ধরে প্রেম বছর ১৫ নাবালিকা প্রেমিকা মেঘা সাঁতরার সাথে বছর 18 -20 যুবক রকি নন্দীর। কয়েক মাস আগে বাড়ির লোকের অমতে পালিয়ে বিয়েও করে নেয়, মেনে নেয়নি বাড়ির লোক নাবালিকা হওয়ার কারণে মেঘাকে বাড়ি নিয়ে চলে যায় তার বাবা মা। কিছুদিন যেতে না যেতেই আবারো পালিয়া আসেন মেঘা। তারপর করে নেয় বিয়ে, বিবাহ করে ওই প্রেমিক যুবক রকি নন্দীকে । রকি নন্দীর বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের টানা দিঘী গ্রামে। অন্যদিকে মেঘা সাঁতরার বাড়ি হুগলির গোঘাটে। মেয়ে নাবালিকা অবস্থায়, পালিয়ে যাওয়ার ঘটনা এই বারেও মেনে নিতে পারেনি তার বাবা-মা,দ্বারস্থ হন গোঘাট থানার। আর সেই খবর এসে পৌঁছায় নাবালিকা স্বামী-স্ত্রীর কাছে,সাথে সাথেই গ্রাম থেকে পালিয়ে আসে জয়পুরে। আর জয়পুরে এসে আত্মহত্যা করার চেষ্টা করে জয়পুর থানা এলাকায়।

সাথে সাথে খবর পেয়ে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করে, কিন্তু দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। খবর দেয়া হয় দুই পরিবারের বাড়ির লোককে।

আর এই ঘটনায় সকাল থেকে এলাকায় জানাজানি হতেই হলুস-তুলুস পড়ে যায় এলাকায়, ছুটে যান জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই ভিড় জমান এলাকার মানুষ।।
Leave a Reply