এই বর্ষায় নদী খালে ডোবায় পুকুরে জালে মাছ ধরতে জান, এক্ষুনি সাবধান হয়ে যান,

না হলেই বড় বিপদ আপনার জন্য ওত পেতে বসে আছে। হয়ে যাবেন এক ছোবলে ছবি।
কেন বলছি এ কথাটা নিশ্চয়ই ভাবছেন তো। শুনুন তাহলে, মাছ ধরা নেশায় গতকাল রাত্রিবেলায় এক মাঝি ক্যানেলের জলে রেখে এসেছিলেন জাল, ভেবেছিলেন প্রচুর মাছ পড়বে ঘুগি জালে।

শেষে মাছ ধরা জাল আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ। মাছ ধরার জালে পড়েছে বিশাল আকার দু-দুটির কেলে খরিশ সাপ।
দুদুটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন মাছ ধরতে যাওয়া ব্যক্তি গোপাল মাঝি, মাছের জালে বিষধর কেলে খরিশ সাপ দেখেয় চোখ কপালে, কোন কারণবশত মাছের জালে যদি হাত পড়ে যেত তাহলেই ঘটে যেত অঘটন। আজ সকালে এমন ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার জয়পুর ব্লকের নবাসন খিরদিঘির পার এলাকায় মানুষ ।

দুই বিষধর সাপ দেখে খবর দেওয়া হয় জয়পুর বন দপ্তরকে, দ্রুত বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জল থেকে ওই ঘুঘী জালকে তুলে নিয়ে আসে পাড়ে, আর নিয়ে আসতেই সাপ দেখতে ভিড় জমান এলাকার মানুষ।

সেই বিষধর সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে বনদপ্তরের কর্মীরা এবং ছেড়ে দেয়া হয় জয়পুর গভীর জঙ্গলে। আপনারা দেখছেন সেই ছবি আপনারা দেখতে থাকুন বিসিএন বাংলা।
Leave a Reply