জয়পুর সার্বজনীন রাস্তাধার দুর্গা উৎসব কমিটির ৪১ তম খুঁটি পুজা, আর কিছুদিনের মধ্যেই মেতে উঠবে জয়পুর।

Bangla circle news

আজ খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু দূর্গা পূজার সূচনা,

মা আসছেন,আর বেশি দেরি নেই ঘরের মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসতে, মা আসার খুশিতে প্রতি বছরের মত কিছুদিনের মধ্যেই সেজে উঠবে জয়পুর।।

দুর্গাপূজা কমিটির সদস্য সহ এলাকার মানুষের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল ৪১ তম জয়পুর রাস্তা ধর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজার সূচনা।
এই পূজার সূচনা হয়েছিল আজ থেকে ৪০ বছর আগে রাস্তার ধারে, তখন জয়পুরে এত দোকানদানি জন বসতি ছিল না ছিল মাত্র গুটিকয়েক দোকান ও মানুষজন, আর সেই গুটিকয়েক মানুষের চেষ্টাই শুরু হয়েছিল পূজা।
তখন থেকে আজও চালিয়ে আসছেন এই পূজা কমিটির উদ্যোক্তারা। পান পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অর্থ সাহায্য। এবারের পূজায়, এক লক্ষ দশ হাজার টাকা সরকার থেকে আর্থিক সাহায্য ঘোষণা করায় খুশি কমিটির সদস্যরা।

দুর্গাপূজায় প্রতিদিনই চলবে বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ চমক থাকবে এই পূজাতে এমনটাই জানান জয়পুর রাস্তা ধরার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।

কি জানাচ্ছেন আজকের এই খুঁটি পূজা কে নিয়ে চলুন শোনাবো আপনাদের।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *