সমবায় নির্বাচনে সিপিএম প্রার্থী দিলেও ফিরতে হলো শূন্য হাতে, ভয়ে প্রার্থী দিল না বিজেপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের।

Bangla circle news

সমবায় নির্বাচনে ৪৬ আসনের ৬টি আসনে প্রার্থী দিলেও শূন্য হাতে ফিরতে হোল বামেদের,
হাড়ের ভয়ে প্রার্থী দিল না বিজেপি

বাঁকুড়া বড়জোড়ার ঘুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য।

বড়জোড়ার ঘুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও সব আসনে জয়ী হয়েছে। মোট ৪৬টি আসনের সবকটিতে তৃণমূলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা স্পষ্ট বিজয় অর্জন করেছেন, যা এলাকায় তাদের শক্তিশালী জনপ্রিয়তার পরিচয় বহন করে।

বিজেপি এবারে কোনো প্রার্থী না দেওয়ায় ভোটের লড়াই মূলত তৃণমূল ও সিপিএমের মধ্যে সীমাবদ্ধ ছিল। সিপিএম ৬টি আসনে অংশগ্রহণ করলেও তারা তৃণমূলের কাছে পরাজিত হয়। স্থানীয় রাজনীতিতে এই ফলাফল বড়জোড়ায় তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের দৃঢ়তা প্রদর্শন করেছে।

বড়জোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন, “জনতার পাশে থেকে কাজ করার ফলেই মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে। এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে।” এছাড়া তৃণমূল কর্মী-সমর্থকরা অকাল হোলির উৎসবে জয়ের আনন্দ উদযাপন করেছেন।

অন্যদিকে, বিরোধী দলের প্রতিক্রিয়াও এসেছে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্থি অভিযোগ করেছেন, “মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রার্থী না দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের প্রতি বড় আঘাত।” সিপিএম নেতা সুজয় চৌধুরী অভিযোগ করেছেন, “নির্বাচনে শাসকদলের হুমকি ও ভয় দেখানোর কারণে মানুষের অধিকার বিপন্ন হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, বড়জোড়ায় তৃণমূলের এই আধিপত্য ভবিষ্যতে এলাকায় রাজনৈতিক গতিশীলতায় বড় ধরনের পরিবর্তন আনবে। তারা বলেছেন, সিপিএমকে নিজেদের সংগঠন ও কৌশল পুনর্বিবেচনা করে শক্তিশালী হতে হবে, আর বিজেপির রাজনৈতিক প্রভাব বর্তমানে সীমিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *