বাঁকুড়ার জয়পুরে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। চিন্তিত ব্লক প্রশাসন,তাই গাপপী মাছ ছেড়ে ডেঙ্গু মশার লাভা নিধনযোগ্যে নামলো প্রশাসন।

Bangla circle news

বাঁকুড়ার জয়পুরে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ, তাই জমা জলে গাভটি পনা ছেড়ে রোগ দমনে ব্লক প্রশাসন।

জয়পুর ব্লক প্রশাসন ও জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমা জলে ও ড্রেনে,পুকুর ডোবাতে ছাড়া হলো গাপ্পি মাছ। ম্যালেরিয়া ও ডেঙ্গু সহ বিভিন্ন মশা জনিত রোগ নিধন যজ্ঞে নামলো ব্লক প্রশাসন।

বাঁকুড়ার সোনামুখী ডিহি পাড়া মোনালিসা সংঘ সমবায় সমিতির লিমিটেডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাষ করা পুকুরের গাপ্পি মাছের ২৫ হাজার চারা বিলি করা হলো জয়পুরে।


প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত কে দেয়া হলো ২৮০০ পিস গাপটি মাছের চারা। এই মাছ সাধারণত মশার লাভা খেয়ে মশার বংশ নির্বংশ করে ছাড়ে।


তাই বিভিন্ন ডোবা-খাল বিল ড্রেনে ছাড়া হল এই গাপ্পি মাছ। এই মাছের সাহায্যে ডেঙ্গু ম্যালেরিয়ার মশার লাভা খুব শীঘ্রই নিধন হবে এমনটাই মনে করছেন ব্লক প্রশাসন।

এই মাছের পোনা প্রথমে ছাড়া হয় বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানাতে তারপর দেওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার ডোবাতে।


নিজেদের হাতে এই মাছের পোনা ছাড়লেন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কন কুন্ডু ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক হাজরা। এই মাছের পোনা ছেড়ে দিলেন সচেতনতার বার্তা এই মাছের চারার সাহায্যে অনেকটাই দমন হবে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ বহনকারী মশা।

গাপ্পি মাছের চারা বিলি কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি থেকে শুরু করে একাধিক কর্মাধ্যক্ষ ও স্বাস্থ্য ও স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


কি জানাচ্ছেন সহ-সভাপতি ও জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক ব্যক্তি তারা ঠিক কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts