Breaking News

Bangla circle news
একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়া শহরে ঠিক অন্য ছবি বাঁকুড়ার জয়পুর জঙ্গলে,
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
দাও দাও করে জ্বলছে সাল মহুয়ার জঙ্গল, ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের কাটুল জঙ্গলের
আগুনে পুড়ে ছাই বিঘার পর বিঘা সাল মহুয়ার জঙ্গল ।আগুন নেভানোর কেউ নেই তবে বনদপ্তর এখন পর্যন্ত আগুন লাগার ঘটনা জানে কিনা তা কেউ জানে না।
তবে বহুদিন পর বাঁকুড়া শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল বিকাল থেকেই শুরু হয়েছে ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।প্রায় ঘন্টাখানেক ধরে বৃষ্টি হওয়ায় বাঁকুড়া শহরের মানুষ একটু হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন। অন্যান্য বছরের মত এখনো অবশ্য এতটাই গরম পড়েনি। তার মধ্যেও ভেপসা গরম ছিলই। বাঁকুড়া জেলার পশ্চিম অঞ্চলে বৃষ্টি হয়েছে এমনটাই খবর পাওয়া গেছে।
তবে একই জেলার ভিন্ন ছবি,ভ্যাপসা গরমে ধুঁকছে বাঁকুড়ার জয়পুর ব্লকের মানুষ, বৃষ্টির দেখা নেই আর জঙ্গলে লেগেছে আগুন তবে অবশ্য আগুন লাগার ঘটনা নতুন কিছু নয় প্রায় দিনই রাত হলেই জয়পুর জঙ্গলে আগুন লেগে যায়। তবে কিভাবে আগুন লাগে কেউ জানে না। মনে হয় জানেনা বনদপ্তর, জানলে হয়তো কিভাবে আগুন লাগছে তার তদন্ত করতো।
বারবার আগুন লাগার ঘটনা নিয়ে ঘুম ভাঙবে কি বাঁকুড়া জেলা বনদপ্তরের নাকি আগুন লাগানোর ঘটনায় যারা আগুন লাগাচ্ছে সেই দুষ্কৃতীদের মদত দিয়ে যাবে এই বনদপ্তর। চলুন দেখাবো সেই ছবি। কিভাবে বিঘার পর বিঘা শাল মহুয়ার জঙ্গল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *