আইসিডিএস কেন্দ্রে রান্নার চাকরি পেয়ে তিনি আবার ৪০টাকায় রাখলেন রাধুনী

Bangla circle news


তন্ময় নন্দী–রায়পুর
হ্যাঁ ঠিকই শুনেছেন আইসিডিএস কেন্দ্রের এরকমই অবস্থা বাঁকুড়ার রায়পুরে ।তার উপর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে তোলপাড় এলাকা।

শুক্রবার বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের মন্ডলকুলি অঞ্চলের কুমারআড়া আইসিডিএস কেন্দ্রে খাবার নিম্ন মানের দেওয়ার অভিযোগ। যদিও অভিযোগটি নস্যাৎ করেন ওই কেন্দ্রের দিদিমনি। গ্রামবাসীদের আবারো অভিযোগ আই সি ডি এস কেন্দ্রীয় সহায়িকা নিজে রান্না না করে অপর এক মহিলাকে টাকা দিয়ে রান্না করান তাও আবার ৪০ টাকা বেতনে। আইসিডিএস কেন্দ্রের শিশুর সুরক্ষার দিকটি কে দেখবে প্রশ্ন উটতে শুরু করেছে একাধিক মহলে।

অপরদিকে এই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন এবং ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে দাবী করেন ওই আইসিডিএস কেন্দ্রের দিদিমনি।

কুমারআড়া আই সি ডি এস কেন্দ্রের দিদিমনির দাবি আমরা বহু কষ্টে রয়েছি কিন্তু বাচ্চাদেরকে আমরা সরকারি নিয়ম অনুযায়ী খাবার পরিবেশন করি, আমাদের এখান থেকে প্রায় ১৫০০ মিটার দূরে গিয়ে জল আনতে হয়। আমাদের মুখোমুখি হয়ে দিদিমনি বলেন

একটি আইসিডিএস কেন্দ্রে কিভাবে অন্য এক মহিলা কাজ করতে পারেন। যিনি কোনো ভাবেই আইসিডিএস কর্মীই নয়। আমাদের আসার খবর পেয়ে ওই আইসিডিএস কর্মী নিজের কেন্দ্রে আসেন এবং আমাদের প্রশ্নের তিনি সঠিক জবাব তিনি দিতে পারেননি।

যদিও ওই আইসিডিএস কেন্দ্রের সহায়িকার পরিবর্তে যিনি কাজ করেন তিনি টাকা নিয়ে কাজ করেন আমাদের মুখোমুখি হয়ে বিষয়টা স্বীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *