পরকীয়ার করতে গিয়ে ধরা পড়লো যুগল, যুগলকে ইলেকট্রিকের পিলারে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুগলকে।
এমনই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার চাঁদা গ্রামে।
অভিযোগ, চাঁদা গ্রামের এক গৃহবধুর সাথে চন্দ্রকোনারই বাঁকা জগন্নাথপুর গ্রামের এক বিবাহিত যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় দেখা করতে চান ওই যুবক আর তখনই হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা।
অভিযোগ শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামের ওই যুবক চাঁদা গ্রামের ওই গৃহবধূর সাথে গৃহবধুর শ্বশুর বাড়িতে দেখা করতে যায়। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্য থেকে প্রতিবেশীরা।
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই যুবককে ও গৃহবধূকে খুঁটিতে বেঁধে ব্যাপক পরিমাণে মারধর করা হয়।ঘটনায় এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে নিয়ে আসে।যদিও জগন্নাথপুর গ্রামের ওই যুবকের সাথে তার স্ত্রীর প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন গৃহবধূর স্বামী,পাশাপাশি ওই যুবক হাতনাতে ধরা পড়ে যাওয়ায় তাকে পাল্টা মারধরেরও অভিযোগ তুলেছেন তিনি।
Leave a Reply