দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে বাইকে র মুখোমুখী ধাক্কা, ঘটনায় গুরুতর যখন উভয় পক্ষের সকলেই।
সাত সকালে পথ দুর্ঘটনা ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভরাঙ্গি মোড়ে। জয়দেব কেন্দুলি ভায়া ডোমরুট ইলামবাজার রুটে ভরাঙ্গী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সূত্রে প্রকাশ ইলামবাজার ব্লকের দেলোরা গ্রাম থেকে জৈনক দম্পতি দুর্গাপুর যাচ্ছিল এবং ছোটচক গ্রাম থেকে নাজিমুদ্দিন নামে এক রাজমিস্ত্রিতার লেবারকে নিয়ে দুর্গাপুর যাচ্ছিল কাজের জন্য। নাজিমুদ্দিনের বাইকটি দ্রুত গতিতে এসে দেলোরা গ্রামের জনক দম্পতির গাড়িতে জোর ধাক্কা মারে। ঘটনাস্থলেই উভয় পক্ষের গাড়ির আরোহী লুটিয়ে পড়ে রাস্তায়। তড়িঘড়ি আশপাশ থেকে সাধারণ মানুষ দৌড়ে এসে তাদের উদ্ধার করে ইলামবাজার হাসপাতালে পৌঁছায়। জয়দেব কেন্দুলী ভায়া ডুমরোট ইলামবাজার রুটের রাস্তা সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য দ্রুতগতিতে বাইক এইভাবে দুর্ঘটনা ঘটছে বলে এলাকা মানুষ জানিয়েছেন। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বাম্পারের দাবি করেছেন এলাকাবাসী।
জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম
Leave a Reply