এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের দায়িত্ব নেওয়া বীরভূম জেলাতেই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্য।
আর গোষ্ঠী কোন দল নিয়ে কোটাক্ষের সুর বিরোধীদের গলায়।
বীরভূমের নানুর বিধানসভার ৬টি অঞ্চল সভাপতি, ৯জন পঞ্চায়েত সমিতির সদস্য, ৯৫ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং ব্লকের যুব সভাপতি অর্থাৎ নানুর ব্লকের অধিকাংশ তৃণমূল নেতারা নানুর ব্লক সভাপতির পদত্যাগের দাবি তুললো।
নানুরের তৃণমূলের অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবার নিজের দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। ফেসবুক পোস্টের পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে করেছেন। তাদের দাবি, নানুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে। তারা বলেন, “বর্তমান নানুরের অযোগ্য বিজেপির দালাল পেটুয়া দাঁড়িয়ে থেকে নিজের বুথে দায়িত্ব নিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া মেরুদণ্ডহীন নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য অবিলম্বে পদত্যাগ চাই।”
যদিও নানুরের তৃনমুল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের দাবি, আমার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তৃনমুল নামক দল করতে গেলে ঠিকাদারি, জমি মাফিয়া, এবং বালি ঘাট চালায় এমন ব্যক্তিরা দল করতে পারবে না। হয় দল করুক। নাহয় ঠিকাদারি। এই কথা বলাই। আজ আমার বিরুদ্ধে সরব হয়েছে। আমরা দলগত ভাবে নানুরে কোর কমিটি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদের দলে রাখা যায় কি না!!
বীরভূমের নানুর থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট
বাংলা সার্কেল নিউজ।
Leave a Reply