জয়পুর জঙ্গলে আবারো প্রবেশ করল বুনো হাতির দল,

Bangla circle news

জয়পুর জঙ্গলে আবারো প্রবেশ করল বুনো হাতির দল,

রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

এতদিন বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়ার জঙ্গলে জামাই আদর খাবার পর সেই হাতির দল অনেকদিন পর আবারো ফিরে আসছে একের পর এক দল ভাগ হয়ে জয়পুর জয়পুর হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার জঙ্গলে ফিরে যাচ্ছে। প্রায় দীর্ঘ দিন ধরে বাঁকুড়া উত্তর বন বিভাগ বড়জোড়া রেঞ্জের ফেন্সিং এর মধ্যে অবস্থান করছিল। তাদের প্রতিদিন খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন বনদপ্তর , এবার সেই হাতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই হাতির আনাগোনা শুরু হলো বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। গতকাল ১৫ থেকে ২০ টি হাতির একটি দল প্রবেশ করে সেই দলটিকে গতকাল রাত্রিবেলাতে পাঠিয়ে দেয় পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গলে। সেই হাতির দল যেতে না যেতেই আবারো আজ ভোরে প্রবেশ করে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল হাতির দলটি আজ সোনামুখীর জঙ্গল থেকে ভোরের দিকে দারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর ব্লকের সামনগর অঞ্চলের তাঁতি পুকুরের রাস্তা পার হয়ে খুশির বাগান এলাকায় সারাদিন বিচরণ করার পর হাতিগুলিকে সন্ধ্যার দিকে আবারো পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে পাঠানোর জন্য বিষ্ণুপুর পঞ্চায়েত ডিভিশনের বন কর্মীরা তৎপরতার সাথে হাতির গতিবিধির উপর নজর রেখে জয়পুর জঙ্গল থেকে গরবেতা বাকাদহ জঙ্গলে প্রবেশ করানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এমনটাই বনদপ্তর সূত্রে খবর। তবে বহুদিন পর আবারো জয়পুর জঙ্গলে হাতি দেখতে পাওয়ায় খুশি হাতি প্রেমিক মানুষদের। তবে এই সময় সে রকম ভাবে কোন ফসল নেই জমিতে তাই কোন ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা খুব একটা নেই এবং এখন পর্যন্ত পাওয়া খবর কোন ক্ষয়ক্ষতি করেনি। এই হাতির দলটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *