বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কোন অপরূপ সৃষ্টি মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি। এই গানটা হয়তো শুনতে ভালো লাগে কিন্তু সেই বৃষ্টি যখন সর্বনাশ হয়ে দাঁড়ায় তখন কান্নার হাহাকারের শব্দ সোনা ছাড়া আর কিছুই শুনতে ভালো লাগেনা চারিদিকে কান পাতলেই কৃষকের বুকফাটা কান্না শুনতে পাওয়া যায়। ঠিক তেমনি-গতকাল রাত্রে
প্রবল বৃষ্টির জেরে বিঘার পড় বিঘা জমির তিল গাছ জলের তলায়।। আলুর পর তিল চাষে সর্বহারা বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর এর কৃষকেরা।
গত রাতের হটাৎ বৃষ্টিতে কয়েকশো বিঘা জমির তিল গাছ জলের তলায় হয়েছে ঘটনা জয়পুর ব্লকের সুকজোড়া এলাকায়,,,, চাষীরা আলু তোলার পরে তিল বুনেছিলেন লাভের আশায়,,, কিন্তু এই অকাল বৃষ্টির জেরে তাও শেষ হতে বসেছে,,, সরকারি ভাবে বীমার সুবিধা আছে ঠিকই কিন্তু এই এলাকায় ভাগ চাষীর সংখ্যা অনেকটা বেশি তাই কোনো ফসলের ক্ষতি হলে তাঁর থেকে বঞ্চিত হতে হয় তাঁদের,,,,
আমার কথা বলেছিলাম স্থানীয় এলাকার এক কৃষকের সাথে তিনি এই চাষের ক্ষয় ক্ষতি নিয়ে বলেন একেবারেই আমরা সর্বশ্রান্ত একই আলু চাষে লসে আলু চাষ করে সে আলু বিক্রয় করতে হয়েছে। তার উপর তিল চাষ করলে হয়তো তিলের ফসল থেকে কিছুটা লাভবান হওয়া যেত কিন্তু সব শেষ এই বৃষ্টির জলে —-
লাগাতার বৃষ্টির জেরে সর্বহারা বাঁকুড়ার তিল চাষিরা বিঘার পর বিঘা তিল চাষের জলের তলায় ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের।

Leave a Reply