দুয়ারে সরকার ক্যাম্পকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে বিষ্ণুপুরে পদযাত্রা ।
দুয়ারে সরকার ক্যাম্প যা রীতিমতো রাজ্যের সাধারণ মানুষের সমস্যার সমাধানে এই মুহূর্তে অন্যতম কেন্দ্র । সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় প্রত্যন্ত গ্রাম বাংলার সাধারণ মানুষরা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরে উপকৃত হচ্ছেন । আবারো প্রশাসনের উদ্যোগে আজ থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ।
শনিবার বিষ্ণুপুর পোড়ামাটির হাট থেকে বিষ্ণুপুর মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত একটি পদযাত্রা করা হয় । যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছিলেন । সরকারের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয় এই পদযাত্রার মধ্য দিয়ে । পাশাপাশি বিষ্ণুপুরের জোর বাংলো এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেই ক্যাম্প পরিদর্শন করেন বিষ্ণুপুর মহাকুমা শাসক অনুপ কুমার দত্ত বিষ্ণুপুর বিডিও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিকরা । বাউল সাঁওতালি নৃত্য সহ বিভিন্ন কলা কুশলের মধ্য দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পকে প্রস্ফুটিত করে তোলা হয়েছে ।
Leave a Reply