৫ই এপ্রিল দিল্লি যাত্রার প্রস্তুতি বাঁকুড়া জেলা শ্রমিক সংগঠনের।

Bangla circle news

সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পার্লামেন্ট অভিযান তথা দিল্লী অভিযানের তার প্রতি সংহতি জানিয়ে আজ সকালে বাঁকুড়া কেরাণীবাঁধ এলাকায় প্রচারে সামিল

বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের নেতৃত্বে এলাকার মুটিয়া শ্রমিকেরা। দিল্লী অভিযানের দাবী তোলা হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে ও সব বেকারের কাজের ব্যাবস্থা করতে হবে, নুন্যতম মজুরি মাসে ২৬,০০০/- টাকা ও ষাটোর্ধ যে কোন গরীবের মাসে নুন্যতম পেনশন ১০,০০০/- টাকা দিতে হবে, ব্যাঙ্ক-বীমা-রেল-প্রতিরক্ষা সহ সমস্ত সরকারী সংস্থা বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিক স্বার্থ হরণকারী ৪টি শ্রম কোড ও জনস্বার্থবিরোধী বিদ্যুত আইন,২০২২ বাতিল করতে হবে, এমএনরেগা প্রকল্পে বছরে ২০০দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে, কৃষককে ফসলের লাভজনক দর দিতে হবে ও কৃষি ঋণ মুকুব করতে হবে, সকলের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও দাবী তোলা হয়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের ওপর থেকে অতিরিক্ত কেন্দ্রীয় শুল্ক প্রত্যাহার করতে হবে। – এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিআইটিইউ’র নেতা প্রতীপ মুখার্জী, ভৃগুরাম কর্মকার, ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *