শোকজ এর জবাব দিতে বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, লাড্ডু বিলি করে প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
লক্ষাধিক শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ভাবের নিয়োগ,অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ, বকেয়া সহ প্রাপ্য ডি,এ এর দাবিতে ১০ ই মার্চ ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের শোকজের জবাব দিতে ও আন্দোলনকারীদের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী অপমানজনক উক্তির প্রতিবাদে ধিক্কার জানাতে বাঁকুড়ায় মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে শুরু করে মিছিল শেষ হয় বি,আই অফিসে। মঙ্গলবার বিকালে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে ঢাক-ঢোল সহযোগে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দপ্তরে গিয়ে ‘শোকজে’র উত্তরের কপি জমা দেন। তার পর সকলে মিলে মিষ্টি মুখ করেন, বিলি করা হয় লাড্ডু।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শিক্ষক প্রাণকৃষ্ণ মল্লিক বলেন, ‘আমরা কোন রকম ভয় পাইনা’। আন্দোলন আমাদের চলবে। জেলার আনুমানিক ১৪০০ শিক্ষক শোকজের জবাব দিয়েছেন বলে তিনি জানান। চোর আক্ষা দেওয়া বিষয়ে তিনি বলেন এটা অত্যন্ত নিন্দা জনক।
অতসী ঘোষাল নামে এক শিক্ষিকা বলেন, কোন সরকারি কর্মচারী, শিক্ষক ভয় পাইনি, তারা 10 তারিখে আন্দোলন করেছেন। তার পরিপ্রেক্ষিতে সরকার যা করার করছে আমরাও যা করার করব। আমরা কিন্তু একটুও ভয় পায়নি। চোর আখ্যা দেওয়া বিষয়ে তিনি বলেন, যে যেমন মানুষ সে তো তেমনি বলবে। সেই মুহূর্তে খারাপ লাগলেও পরবর্তী অবস্থায় বুঝে গেছি কিছু কিছু মানুষের কথা ধরতে নেই। ধরলে কিন্তু ভালো থাকা যায় না। তার প্রতিবাদেয় আমরা এখানে এসেছি।

Leave a Reply