এখন কি কেউ কি বলতে পারছে,রাজা তোমার পোষাক কোথায় ? না কোন প্রশাসনিক পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ।

Bangla circle news

নিজস্ব সংবাদদাতা : এখন কি কেউ কি বলতে পারছে,
রাজা তোমার পোষাক কোথায় ? না কোন প্রশাসনিক পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে । অনেক অনেক জল গড়িয়ে গেল। ভোটের সময় গাধার সামনে গাজর ঝুলিয়ে ভোট আদায় বর্তমান সরকারের। এত দুর্নীতি যেখানে বিষ্ণুপুরের অগণিত মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ, তবুও দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এ যাবত কোন কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কেবল সান্ত্বনা দিয়ে গেছেন, ব’কলমে রয়েছে বিশাল এক বড় ধোঁকা। ম্যানেজিং কমিটি ভার্সাস বর্তমান দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষিকা। শিক্ষা মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু,যার হাতে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও নির্লজ্জ বেহায়াপনায় কেবল চলছে, বিষ্ণুপুরের ক্ষুব্ধ অগণিত ১৯টি ওয়ার্ডের মানুষ কে দেওয়া হচ্ছে সান্তনাপূর্ণ দাদের মলম। শাসকদলের যুব সম্প্রদায় এবং বুদ্ধিজীবী মানুষজন ক্রমশ নিরবে বসে যাচ্ছেন। ১২ই এপ্রিল’২৩ বাঁকুড়া জেলার ওন্দা’য় আসছেন শাসক দলের রাজকুমার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশাল ঝড়-ঝাপটা তর্ক-বিতর্ক সব কে ঠান্ডি ঘরে পাঠিয়ে রাজ করছেন যথারীতি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বনিগন। তাহলে কি এই নোংরা দুর্নীতি কে প্রতিহত করার ক্ষমতা সত্যি সত্যিই কি নেই ! ১ লক্ষ ৫০ হাজার টাকার দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা শিবদাস ভট্টাচার্যের বংশধর প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি ইন্দ্রনাথ ভট্টাচার্য। প্রধান শিক্ষিকা এসডিও/ পুলিশ, শিক্ষা দপ্তরের এ এস আই/ ডি. আই./ ডি.এম./সি.এম. কেউই কিচ্ছু করতে পারবে না। ভাবুন একবার ! সাংবাদিকদের গালাগালি করতেও দ্বিধা করছেন না। একদল ২ প্রাইস কমানোর সাংবাদিকরা বিকৃত নিউজ করে টু পাইস কমাতে চেষ্টা করছে। এবার দেখেন ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মামলার কি তথ্য দিচ্ছেন ইন্দ্রনাথ ভট্টাচার্য..আদালত এ সংগ্রহ করা তথ্য থেকে জানা যায় যে —-
ঐ মামলা টির
Case no :– 158 / 2013 ,

Under section – 467 , 468 , 472 , 37925 – 7 – 2019 ,
25 – 10 – 2019 ,
এই দুটি তারিখ আমার জানা ছিল
তারপর আরও দিন কি কি পড়েছিল সেগুলো আদালতে খোঁজ নিলেই জানা যাবে ,
এবং
মামলার সম্পূর্ণ বিষয়টি নিশ্চিত করে জানতে গেলে আদালত থেকে certified copy তুলতে হবে ,এবার দেখেনিন দুর্নীতিগ্রস্থার ছলা কলা এবং তাঁর হুঙ্কার। এখন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কার কার অক্সিজেনের মাধ্যমে এত বড় কথাগুলো বলছেন !এই প্রতিবেদনের গাইডলাইন কি দেওয়া যায় বন্ধু ? ” উলঙ্গ রাজা ছুটছে ছুটছে ছুটছে-ও রাজা তোমার পোষাক কোথায় ?”প্রতিষ্ঠাতা শিবদাস ভট্টাচার্য এর বংশধর প্রাক্তন সভাপতি ইন্দ্রনাথ ভট্টাচার্য, দুর্নীতি ধরার জন্য অন্যায় ভাবে তাকে সরানো হয়েছিল।(স্কুলের উধাও হয়ে যাওয়া ১ লক্ষ ৫০ হাজার টাকার জন্য যিনি প্রথম প্রতিবাদ করেন তিনি হলেন ইন্দ্রনাথ ভট্টাচার্য)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *