নববর্ষে বাড়ির দরজায় আম পাতার তোরণ লাগানো হয় কেন জানেন?

Bangla circle news

নববর্ষে বাড়ির দরজায় আম পাতার তোরণ লাগানো হয় কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েকটা ঘন্টা বাদেই পয়লা বৈশাখ। এদিন ব্যবসায়ীদের নতুন খাতার উদ্বোধন হয়। আমের পাতা লেগে যে হাওয়া বাড়িতে আসে, তাতে সংসারের সমৃদ্ধি হয় বলে মনে করা হয়। মনে করা হয় বজরংবলির প্রিয় ফল আম, আর সেই নিরিখে বাড়িতে আমের পাতা সদর দরজায় থাকলে, বাড়ির কোনও কাজে সংকট আসে না। একই সঙ্গে নির্বিঘ্নে বাড়িতে শুভ কাজ সম্পন্ন হয় বলে বিশ্বাস করেন বাঙালিরা।অনেকেই দোকানে বা বাড়িতে বছরের প্রথম দিনটিতে সদর দরজা সাজান আমপাতা দিয়ে। বাস্তু মতে সদর দরজায় আম পাতা দিয়ে সাজালে একাধিক উপকার মেলে। চৈত্রের অবসানে বৈশাখের শুরুতে গোটা বাংলা জুড়ে এই উৎসবে মেতে উঠবে বাঙালিরা। বৈশাখের প্রথম দিনের সকালে স্নান সেরে লক্ষ্মী ও গণেশের পূজার্চনা করে, নতুন জামা পরে শুরু হয় বাঙালির এই উৎসব। বেশ কয়েকটি মত অনুযায়ী মনে করা হয়, আমের পাতা মূলত দেবী লক্ষ্মীর প্রতীক। আর তার জন্যই বছরের প্রথম দিনটিতে বাড়ির সদর দরজায় রাখা হয় এই পাতা। এতে ঘরে লক্ষ্মীর প্রবেশ করবেন বলে আশা করা হয়।
বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়, সদর দরজায় আমের পাতা রাখা হলে তা ঘরে, সংসারে পজিটিভ এনার্জি দেবে। এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়ে, ঘরে পজিটিভ এনার্জি আসবে বলে মনে করা হয়। মনে করা হয় যে দেবতা বজরংবলির প্রিয় ফল আম। সেই নিরিখে বাড়িতে আমের পাতা সদর দরজায় থাকলে, বাড়ির কোনও কাজে সংকট আসে না। একই সঙ্গে নির্বিঘ্নে বাড়িতে শুভ কাজও সম্পন্ন হয় বলে বিশ্বাস। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ জনগণের পক্ষে বাংলার সংবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *