দেবাদিদেব মহাদেব যে হিন্দুদেরই দেবতা তা নয় মুসলিম সম্প্রদায়েরও, বাঁকুড়ার ইন্দাসে সেখ ভাইদের গাজনে মাতলো হাজার হাজার মানুষ।
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
সেখ ভাইদের গাজন? নামটা শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? হ্যাঁ অবাক হওয়ারির কথা। এটাই সত্যি। এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে। এই উৎসব সম্প্রতির এক নজির সৃষ্টি করেছে।গাজন উৎসব এর সাথে জড়িয়ে রয়েছে এমন এক বৈশিষ্ট্য যা নিঃসন্দেহে সাম্প্রতিক কালে দম বন্ধ করা পরিস্থিতিতে মুক্ত বাতাসের ছোঁয়া এনে দেয়। নিত্যসেবা থেকে শুরু করে গাজন উৎসব এর যাবতীয় খরচ বহন করে সেখ ভাইদের বংশধররা। অনেক কাল আগের কথা, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের তিন পূর্বপুরুষ সেখ ইয়াকুব, সেখ ইউসুফ, সেখ এহিয়া তিন ভাই জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিল।পাতা কুড়াতে কুড়াতে চোখে পড়ে একটি সুন্দর পাথরের। পাথরটিকে গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে আসে গ্ৰামে। নিজেদের বাড়িতে ঢোকার আগেই গাড়ি থমকে যায়। সেই রাতে তিন ভাই স্বপ্ল দেখে ঐ পাথর শিব ঠাকুরের রূপ ধারণ করে এসেছে। স্বপ্নাদেশে তাদের এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য বলে।পরের দিন সকালে গ্ৰামের পুরোহিতদের ডেকে মন্দির তৈরি করে পাথর রূপী শিব কে প্রতিষ্টা করেন মন্দিরে , তখন থেকেই সেখ ভাইদের বংশধররা নিত্য সেবা থেকে গাজন উৎসব এর সমস্ত খরচ বহন করে আসছেন।
দেবাদিদেব মহাদেব যে হিন্দুদেরই দেবতা তা নয় মুসলিম সম্প্রদায়েরও, বাঁকুড়ার ইন্দাসে সেখ ভাইদের গাজনে মাতলো হাজার হাজার মানুষ।

Leave a Reply